গেমটা আমি পুরো শেষ করেছি। প্রথম গেম হিসাবে এর Jumpscare গুলো ভালো ছিলো। কিন্তু যেই জিনিস গুলো ভালো লাগেনি তা হলো অতিরিক্ত Memes। এগুলোর কারণে হরর গেম যে খেলছি তা মনে হয়নি। এগুলো বাদ দিয়ে Ambient সাউন্ড এড করা যেতে পারে যা টেনশন বিল্ডআপ করবে। গেমের শেষে আবার ছবিটার কোনও প্রয়োজন ছিলনা। এগুলো ঠিক করলে গেমটা আরও বেটার হবে।